ঢাকা: সরকারি নারী কর্মচারীদের মতো তৈরি পোশাকসহ সকল বেসরকারি খাতেও নারী শ্রমিক-কর্মচারীর মাতৃত্বকালীন ছুটির দাবি তুলে ধরে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস করছেন নারী শ্রমিকরা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন মানববন্ধন, র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে।
ঐক্য পরিষদের সমন্বয়কারী সাফিয়া পারভীনের সভাপতিত্বে শ্রমিক নেতা সালাউদ্দিন স্বপন, আমীরুল হক, সিরাজুল ইসলাম, রাবেয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
একই সময়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। সংগঠনের উপদেষ্টা শামসুননাহার, সভানেত্রী রওশন আরা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সোসাইটি ফর পিপল অ্যাডভান্স নামের একটি সংগঠন। সংগঠনের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ইউনাইটেড ফোরাম অব গার্মেন্টস ওয়ারকারস মানববন্ধন করে।
এসব কর্মসূচিতে বক্তারা নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ এবং অবিলম্বে নারীনীতি বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
- কর্পোরেট নারীদিবসে বঞ্চিত দরিদ্র নারীরা
- ঢাকায় ১১ দেশের নারী পুলিশের শোভাযাত্রা
- আঁধার ভাঙার শপথ নিয়ে শহীদ মিনারে নারীরা
- আমি সাংবাদিক, নারী সাংবাদিক নই
- যেদিন পুরুষ থাবা মারবে না...
- গণমাধ্যমে উড়ছে নারীর বিজয়কেতন
- নারী তুমি কেমন আছো!
- নারীদের এখনো ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়: ফেরদৌসী রহমান
- আঁধার ভাঙার শপথ নিয়ে শহীদ মিনারে নারীরা
- কৃষিতে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই
- আজ আন্তর্জাতিক নারী দিবস