ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ঢাকায় ১১ দেশের নারী পুলিশের শোভাযাত্রা

ইমতিয়াজ মোমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, মার্চ ৮, ২০১২
ঢাকায় ১১ দেশের নারী পুলিশের শোভাযাত্রা

ঢাকা : বিশ্ব নারী দিবস উপলেক্ষ ‘কানেকন্টিং গার্ল ইনসপাইয়ারিং ফিউচার’ স্লোগান নিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশে পুলিশ উইমেনস নেটওয়ার্ক।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জাতীয় শিশু একাডেমী থেকে এই শোভাযাত্রা শুরু হয়।



শোভাযাত্রায় বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন নারী কর্মকর্তাসহ ১১টি দেশ থেকে আসা ৩৯ জন বিদেশি উর্ধ্বতন নারী পুলিশ কর্মকর্তা যোগ দেন।
 
শোভাযাত্রায় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করা হয়। যেগুলোতে লেখা ছিল, ‘নারীর প্রতি সংবেদনশীল আচরণ করুন’, ‘নারীর ক্ষমতায়ন আনবে দেশের উন্নয়ন’, ‘পাশবিক নির্যাতন থেকে বেরিয়ে আসুন’, ‘স্টপ ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন’ ইত্যাদি।

শোভাযাত্রায় বাংলাদেশে পুলিশের বাদক দল ও অশ্বারোহী দল অংশ নেয়।

শোভাযাত্রাটি শিশু একাডেমী থেকে শুরু হয়ে শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবন ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
 
শোভাযাত্রা শেষে এডিশনাল ডিআইজি ও বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট রওশন আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের গর্বের ব্যাপার যে, আমাদের দেশের নারীরা দেশে ও দেশের বাইরে খুব সুনামের সঙ্গে কাজ করছে। জাতিসংঘ মিশনেও বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, নারীদের সহযোগিতা করলে তারা আরো ভালো কাজ করবে। ’

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি মিলি বিশ্বাস, এডিশনাল ডিআইজি ইয়াসমিন গফুর, ডিসি আমেনাসহ নারী পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

বাংলাদেশ সময় : ০৯৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।