নারায়ণগঞ্জ: ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই...’। মান্না দে’র গাওয়া এ গানে কফি হাউজের আড্ডার স্মৃতিচারণ আছে।
আর কিছু না হোক, অন্তত এক কাপ চা পান করতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে আসেন বোস কেবিনে।
বোস কেবিনের ৯১ বছর পূর্তি উপলক্ষে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসেছিল কবি সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবীদের দিনব্যাপী আড্ডা।
সকালে শহরের সনাতন পাল লেন এলাকায় অবস্থিত বোস কেবিন থেকে ‘আমরা আড্ডাবাজ’ নামে সংগঠনের উদ্যোগে বের হয় বণার্ঢ্য শোভাযাত্রা।
পরে স্থানীয় স্কুল চত্বরে জমে ওঠে জমজমাট আড্ডা। সেখানে ‘আমরা আড্ডাবাজ’ এর আহবায়ক কবি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল জাহিদুর রহমান, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবীর, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ, বোস কেবিনের মালিক গৌরি বোস, আমরা আড্ডাবাজ এর সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান, মোহাম্মদ ইসহাক প্রমুখ।
দিনভর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারা পুরনো অনেক স্মৃতিচারণ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র ফলপট্টি এলাকায় ১৯২১ সালে বৃটিশ বিরোধী বিপ্লবীদের আস্তানা হিসেবে বোস কেবিন প্রতিষ্ঠিত হলেও পরে এটি নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিদের আড্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বোস কেবিনের চা সব শ্রেণীর মানুষের কাছে সমাদৃত। এই চা-কে কেন্দ্র করে প্রতিদিন সকাল ও বিকেলে এ রেস্টুরেন্টে আড্ডা জমে উঠে।
এখানে যারা নিয়মিত আসেন, তাদের বেশির ভাগই বায়োজ্যেষ্ঠ। নতুনদের আগমন ঠিক সে রকম নয়। এখানে নিয়মিত আসেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক, নায়ক, শিক্ষক, শ্রমিকনেতা থেকে শুরু করে রাজনীতিবিদরাও।
অনেকে আসেন শুধু আড্ডা দিতে। আড্ডা চলে দুই পর্বে। প্রথম দফা সকালজুড়ে, আর দ্বিতীয় দফা বিকেল থেকে রাত অবধি। দূর-দূরান্ত থেকে যারা আসেন, তাদের টেনে আনে বোস কেবিনের কাটলেটসহ নানা পদের খাবার।
জানা যায়, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র ফলপট্টি এলাকায় ভুলু বোস ১৯২১ সালে বোস কেবিন প্রতিষ্ঠা করেন। পরে এটাকে সনাতন পাল লেন এলাকায় নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১২