নিউইয়র্কঃ নিউইয়র্ক থেকে ‘পৃথিবীর আলো’ নামে আরো একটি সাপ্তাহিক পত্রিকা বের হলো । এটি বিনামূল্যে বিতরণ করার ঘোষণা দেয়া হয়েছে।
নিউইয়র্ক থেকে ১৬টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে ৪টি বাদে অন্য ১২টি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বিনামূল্যের পত্রিকাগুলো হচ্ছে- সাপ্তাহিক দর্পন, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক এখন সময়, সাপ্তাহিক আজকাল, সাপ্তহিক দেশবাংলা, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক বাংলা টাইমস, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক বিজয়, সাপ্তাহিক এশিয়া টাইমস।
সাপ্তাহিক ঠিকানার মূল্য দেড় ডলার এবং সাপ্তাহিক বাঙালি, সাপ্তাহিক পরিচয় এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার মূল্য হচ্ছে এক ডলার করে।
এরআগে আরো ১৪টি সাপ্তাহিক পত্রিকা বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার দেশ, প্রবাসী, নতুন প্রবাসী, সাপ্তাহিক কাগজ, একাত্তর আয়না, সাপ্তাহিক কথা, জয়বাংলা, বিদেশ বাংলা, সাপ্তাহিক নিউইয়র্ক, দেশকন্ঠ, মুক্তকন্ঠ ও বাংলা নিউজ।
নিউইয়র্কে বর্তমানে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বেশী পৃষ্ঠার পত্রিকা হচ্ছে ‘ঠিকানা। ’ এর সার্কুলেশন রয়েছে আমেরিকার সর্বত্র। অর্থাৎ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন সেখানেই ঠিকানা পাওয়া যাচ্ছে।
এর প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন এম এম শাহীন। তিনি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। কুলাউড়া থেকে তিনি দু’দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়ঃ ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১২