ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

১৫ মার্চ ‘মিট দ্য ইনোভেটরস’

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, মার্চ ১২, ২০১২
১৫ মার্চ ‘মিট দ্য ইনোভেটরস’

বাংলানিউজ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে ‘মিট দ্য ইনোভেটরস’। এ সেমিনারে অতিথি বক্তা হিসেবে আসছেন বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তা সাদেকা হাসান।

এটি বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

গণিত অলিম্পিয়াড এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্পে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করবেন সাদেকা হাসান।

শিক্ষার্থীদের ক্যারিয়ার, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কাজ করার সুযোগ নিয়েও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এ ছাড়াও তরুণ প্রজন্মকে উৎসাহিত করা হবে দেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার জন্য।

সাদেকা পড়াশোনা করেছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে। এ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিতে ২০০৬ সালে পাড়ি দেন লন্ডনে। সাদেকার স্বামী আতাউর রহমানের সঙ্গে শুরু করেন ফিউচার সলিউশনস ফর বিজনেস (এফএসবি) নামের তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান।

কিন্তু হঠাৎ দেশের জন্য কিছু করার আগ্রহ আসে দুজনের মধ্যেই। বিদেশে বসে বসে টাকা উপার্জনের চেয়ে দেশের জন্য কিছু করার আকাঙ্খাই মুখ্য হয়ে ওঠে।
কথা যেমন, কাজও তেমন। দেশে ফিরে আসা। আতাউর-সাদিকার নেওয়া ই-কমার্সভিত্তিক ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্প শুরু হয়। এ প্রকল্পটি শুধু সাফল্যই পায়নি। পেয়েছে অনেকগুলো আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘের যুব পুরস্কারও পেয়েছে এ প্রকল্প।

শহরনির্ভর বাংলাদেশে ৭টি উপজেলায় সফলভাবে এ প্রকল্পটি বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে যে কোনো পণ্য ন্যায্য মূল্যে বেচা-কেনা করে সফলতার মুখ দেখিয়ে তারা সফল হয়েছেন।

২০১১ সালে অনেকগুলো পুরস্কার পেয়েছে ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্প। এর মধ্যে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড অন্যতম। বিশ্বের ৯৯টি দেশের ৭০০ টি প্রকল্প জমা পড়ে জাতিসংঘের এ প্রতিযোগিতায়। এখানে ১৯টি প্রকল্পের মধ্যে গত বছর ২৯ সেপ্টেম্বর ‘আমার দেশ আমার গ্রাম’ কে রানারআপ ঘোষণা করা হয় ‘পাওয়ার টু ওমেন’ বিভাগের আওতায়।  
 
এ ছাড়াও বাংলাদেশের জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার, ই-এশিয়া ও ভারতের মন্থন পুরস্কার পান সাদেকা ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।