ঢাকা: সামাজিক উদ্যোগ থেকে বাংলানিউজ এখন বিভিন্ন সামাজিক অঙ্গনে ছড়িয়ে পড়ছে। ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ-২০১২’ প্রতিযোগিতা এরই অংশ।
‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াড-২০১২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হেড অব নিউজ মাহমুদ মেনন।
তিনি বলেন, ‘আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বাধিক ব্যবহারের মাধ্যমে বাংলানিউজ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলানিউজ আইফোন এবং অ্যানড্রইড ভার্সন প্রকাশ করেছে। ’
তিনি আরো বলেন, ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াডে অংশ নেওয়া উদ্ভাবনগুলো ফিচার আকারে আমরা বাংলানিউজে তুলে ধরবো। যার মাধ্যমে ক্ষুদে প্রযুক্তিবিদদের এই আবিষ্কারের খবর পৌঁছে যাবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের কাছে। ’
সবশেষে তিনি ভবিষ্যতে এ ধরণের আয়োজনের সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
সকাল ৯টায় শুরু হওয়া ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াড ২০১২’ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দেশের সক্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ যৌথভাবে ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াড ২০১২’ প্রতিযোগিতার আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসটেন্ট আউটপুট এডিটর