ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

গণিত ভয়ের বিষয় নয়

আরিফুল ইসলাম আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মার্চ ১৫, ২০১২
গণিত ভয়ের বিষয় নয়

ঢাকা: গণিত ভয়ের বিষয় নয়। বিজ্ঞানচর্চার প্রধান মাধ্যম হচ্ছে গণিত।

বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে গণিতের অবাধ বিচরণ।

‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াড-২০১২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার।

তিনি বলেন, ‘গণিত দিয়েই আমাদের সবকিছুকে জয় করতে হবে। গণিতকে বুঝতে হবে। চর্চা করতে হবে। ভয় পেয়ে দূরে সরে গেলে চলবে না। ’

তিনি আরো বলেন, ‘বাংলানিউজের সঙ্গে এ আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তিন শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় নিবন্ধন করেছে। ’

বৃহস্পতিবার সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে এই প্রতিযোগিতা শুরু হয়।

দেশের সবচেয়ে সক্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে ‘জাতীয় উদ্ভাবনী এবং আন্তঃকলেজ অলিম্পিয়াড ২০১২’ প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতায় রাজধানীর ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসটেন্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।