জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেছেন, আন্দোলন এবং সমালোচনা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
রোববার সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপচার্য ড. শরীফ এনামুল কবির।
উপাচার্য আরো বলেন, বির্তক একটি বাকশিল্প। যুক্তি-তর্কের মাধ্যমে বিতার্কিকগণ সত্যকে তুলে ধরেন। যুক্তবাদী মানুষ আলোকিত সমাজ গঠন এবং ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
ক্যাম্পাসে সন্ত্রাস নির্মূলে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে দাবি করে উপাচার্য বলেন, ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমদের হত্যাকাণ্ডে জড়িতদের আজীবনের জন্য বহিষ্কার এবং অপরাধীদের নামে মামলা দায়ের করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আবদুন নূর তুষার। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সময় : ১৬১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
সম্পাদনা : শেরিফ আল সায়ার, ইয়ুথ এংগেজমেন্ট এডিটর