ঢাকা: দেশের বিজ্ঞান শিক্ষকদের জন্য বিজ্ঞান ক্যাম্প আয়োজনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।
‘সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প ২০১২’ শিরোনামের এ ক্যাম্পে দেশের বিভিন্ন জেলার বিজ্ঞান শিক্ষকরা অংশ নেবেন।
এ ক্যাম্পে দেশের বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার জন্য পদক্ষেপ, কৌশল এবং পারস্পারিক মতবিনিময় অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্যাম্পে থাকবে পোস্টার উপস্থাপনা বা পাঠ পরিকল্পনা, আকাশ পর্যবেক্ষণ, জল রকেট উৎক্ষেপণ ইত্যাদি।
ক্যাম্পের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দিতে চাইলে আগে বিজ্ঞান শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। সে লক্ষ্যেই শিক্ষকদের জন্য এই বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ’
এই আয়োজনে বিজ্ঞান শিক্ষকদের সঙ্গে থাকবেন দেশের জ্যৈষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী এ আর খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমীন হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ, ড. ফারসীম মান্নান মোহাম্মদী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ, হাম্মাদ আলী, সৌমিত্র চক্রবর্তীসহ আরও অনেকে।
আয়োজক সূত্র জানিয়েছে, ৩ দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্পে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, রাজশাহী, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা এবং মানিকগঞ্জ জেলার ৮৪ জন শিক্ষক অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, আরিফুল ইসলাম আরমান, কাজল কেয়া নিউজরুম এডিটর