ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

পুনর্মিলনী মাতাবে এলআরবি

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, মার্চ ২২, ২০১২
পুনর্মিলনী মাতাবে এলআরবি

ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান মাতাবে জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি এবং আর্টসেল। আগামী ২৩ মার্চ শুক্রবার হবে এ পুনর্মিলনী অনুষ্ঠান।



১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবে দিনব্যাপী এ আয়োজনে। আয়োজক সূত্র জানিয়েছেন, দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, আনন্দ আড্ডার উদ্যোগ হাতে নিয়েছে ২০০৮ সালের শিক্ষার্থীরা। তাদের উদ্যোগেই দীর্ঘদিন পর পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে।  

পুনর্মিলনী অনুষ্ঠানের সব বিষয়ে সহযোগিতা করছে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। আয়োজকরা বাংলানিউজকে জানিয়েছেন, এবছর তারা পুনর্মিলনী এবং একইসঙ্গে চল্লিশ বছর পূর্তিও পালন করবে।

নিবন্ধনের বিষয়ে আয়োজকরা বাংলানিউজকে জানিয়েছেন, ঢাকার বাইরে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধে অনুষ্ঠানেই নিবন্ধনের সুযোগ রয়েছে। এছাড়া মোবাইলেও যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো- ০১৭৫০৬৬৬৯৮১ ও ০১৯৪২৯১৫৩৬৫।

জমকালো এ আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, ইয়ুথ এংগেজমেন্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।