ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

রঙিন পাখার প্রজাপতির মেলা

ফিচারডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মার্চ ২৭, ২০১২
রঙিন পাখার প্রজাপতির মেলা

ঢাকা : দু’এক প্রজাতির নয়, একটি সংরক্ষিত পাখি নিবাসে প্রাকৃতিক পরিবেশে সন্ধান মিললো ৪৪ প্রজাতির প্রজাপতির। অনেকটা অবিশ্বাস্য হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষিনিবাসে অধিক প্রজাতির প্রজাপতি প্রাপ্তির শুভসংবাদ জানিয়েছে স্থানীয় বনদফতর।


 
সম্প্রতি একটি সমীক্ষার পর গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন বনদফতরের কর্মকর্তারা। পর্যটকদের আকৃষ্ট করতে বনদফতরের পক্ষ থেকে এরই মধ্যে সন্ধান পাওয়া নতুন প্রজাতির প্রজাপতির ছবি ও বিবরণের লিফলেট বিলি শুরু হয়েছে।

রায়গঞ্জের বিভাগীয় বন আধিকারিক অপূর্ব সেন বলেন, পক্ষিনিবাস চত্বরে প্রজাপতির অবাধ বিচরণ ও খাদ্য হিসাবে মধু সংগ্রহ করতে যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য বনকর্মীদের আগাছা ও নানা ফুলগাছ না ছাঁটার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ সমীক্ষা চালিয়ে পক্ষিনিবাস চত্বরে কমন ওয়ানডেরার, বারোনেট, অ্যাঙ্গলেড ক্যাসটর, গ্রেট এগফ্লাই, কমন ক্যাসটর, ব্লু মরমন, কমন মরমন, কমন গ্রাস ইওলো, রাইস সুইফ্ট, কমান্ডার, মটলেড এমিগ্র্যান্ট, লাইম, কমন সেইলর, পাল্মফ্লাই, কমন মাইম, পিকক প্যান্সি, গ্রে প্যান্সি, লেমন প্যান্সি, কমন ক্রো, কমন ইভিনিং ব্রাউন, কমন ব্যারোন, কমন পিয়েরোট, রাউন্ডেড পিয়েরোট, সাইক, গ্র্যাস ডেমন, কমন সিলেট ব্লু, কমন টিগার, পাল গ্র্যাস ব্লু, কমন রেড আই, লাইম ব্লু, চকোলেট রয়্যাল, ডার্ক গ্র্যাস ব্লু, হোয়াইট টুফটেড রয়্যাল, স্কারলেট ফ্ল্যাস, শ্রীলঙ্কান কমন কুয়াকার, ডার্ক পাল্ম ডার্ট, অ্যাপেফ্লাই, কমন ব্রুশ ব্রাউন, কমন জ্যা, কমন লিওপার্ড, কমপ্লিট পেন্ট ব্রাশ সুইফ্ট, ইয়ামফ্লাই, মায়ানমার কমন কুয়াকার ও লেসার গ্র্যাস ব্লু প্রজাতির প্রজাপতির খোঁজ পেয়েছেন বনবিভাগের অনুসন্ধান দল। এসব প্রজাপতির গায়ে সাদা, বাদামি, হলুদ, কালো, নীল, ছাই, রানী, বেগুনি কমলা, আকাশিসহ বিভিন্ন রঙের নজরকাড়া নকশা রয়েছে।

রায়গঞ্জের পরিবেশবাদী সংগঠন হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অতীন বকসি বলেন, পক্ষিনিবাস চত্বরে বিভিন্ন প্রজাতির প্রজাপতির খোঁজ মেলায় আমরা খুশি। বিজ্ঞানসম্মতভাবে পক্ষিনিবাস চত্বরে প্রজাপতি সংরক্ষণ করার জন্য বন দফতরের কাছে আর্জি জানানো হয়েছে। প্রজাপতির বিষয়ে সচেতন করতে অ্যাসোসিয়েশনের তরফে শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে খুব শিগগিরই প্রকৃতি পাঠ শিবির আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

এআই
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট ‍আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।