ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পর্তুগালের নতুন কোচ মার্তিনেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
পর্তুগালের নতুন কোচ মার্তিনেস

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে পর্তুগালের কোচ হতে পারেন সাবেক বেলজিয়ান কোচ রবের্তো মার্তিনেস। এবার সেটিই সত্য হলো।

ব্রুনো ফের্নান্দেস-ক্রিস্টিয়ানো রোনালদোদের দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ এই কোচ।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। এছাড়া মার্তিনেসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াটা পর্তুগাল জাতীয় দলের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেন তিনি।

২০১৬ সালে বেলজিয়ামের দায়িত্ব নেন মার্তিনেস। এবারের কাতার বিশ্বকাপে ভরাডুবির পর দল থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। তবে তার অধীনে থেকে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল বেলজিয়াম। এমনকি ২০১৮ বিশ্বকাপে তৃতীয়স্থান লাভ করে দেশটি।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।