ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া-রোমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, মে ১৯, ২০২৩
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া-রোমা

প্রত্যাবর্তনের গল্প লিখে আরও একবার ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া। যেখানে তাদের সঙ্গী রোমা।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতালিয়ান ক্লাবটি । তবে প্রথম লেগ ১-০ গোলে জেতায় ফাইনালে পা রাখে জোসে মরিনিও শিষ্যরা।  

অন্যদিকে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও নাটকীয়তা ছিল সেভিয়া-জুভেন্টাস ম্যাচে। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এর আগের লেগে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল তুরিনের ক্লাবটি।  

তবে এবার এগিয়ে গিয়েও লাভ হয়নি। কেননা সেভিয়া যে ইউরোপার লিগের রাজা। সুসোর গোলে ৭১ মিনিটে সমতায় ফেরে স্প্যানিশ ক্লাবটি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন এরিক লামেলা। যদিও ২০ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কোস আকুইনা। তবে শেষের পাঁচ মিনিটে একজন বেশি নিয়ে খেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।

গত বছর ইউরোপা কনফারেন্স লিগে কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রোমা। এবার প্রথমবার ইউরোপার শিরোপা জয়ের হাতছানি পাচ্ছে তারা। অন্যদিকে টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া। তাই ফাইনালে আগামী ৩১ মে পুসকাস অ্যারেনায় ফেভারিট হিসেবেই খেলতে নামবে স্প্যানিশ ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এএইচএস 
  
    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।