ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

২০২৬ বিশ্বকাপ: টিকিটের দাম নিয়ে ফিফার বিরুদ্ধে সোচ্চার জোহরান মামদানী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, সেপ্টেম্বর ১১, ২০২৫
২০২৬ বিশ্বকাপ: টিকিটের দাম নিয়ে ফিফার বিরুদ্ধে সোচ্চার জোহরান মামদানী সংগৃহীত ছবি

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে এগিয়ে থাকা জোহরান মামদানী ফিফার পরিকল্পিত ডায়নামিক প্রাইসিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি ‘গেম ওভার গ্রিড’ শিরোনামে একটি পিটিশন চালু করেছেন, যেখানে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে এই নীতি বাতিলের দাবি জানানো হয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এর মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে আটটি ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে। যদিও ফিফার আয়োজক শহরের চুক্তি রয়েছে নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সি—দুটির সঙ্গেই।

সাম্প্রতিক নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, মেয়র নির্বাচনে মামদানী বর্তমানে ৪৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা অ্যান্ড্রু কুওমো পেয়েছেন মাত্র ২৪ শতাংশ। ফলে তাঁর কণ্ঠস্বর এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ফিফা ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা ডায়নামিক প্রাইসিং মডেল ব্যবহার করবে। প্রাথমিকভাবে গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিট হবে ৬০ ডলার এবং ফাইনালের সবচেয়ে দামি টিকিট পৌঁছাতে পারে ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত। তবে আসনসংখ্যা নির্দিষ্ট করা হয়নি এবং দাম চাহিদার ওপর নির্ভর করে উঠানামা করবে।

ডায়নামিক প্রাইসিং নিয়ে সমালোচনার ঝড় উঠলেও ফিফা বলছে, এর মাধ্যমে তারা রাজস্ব বাড়াতে এবং স্টেডিয়াম পূর্ণ রাখতে পারবে।  

উল্লেখযোগ্য যে, গত ক্লাব বিশ্বকাপে চাহিদা কম থাকায় অনেক টিকিটের দাম নাটকীয়ভাবে নেমে গিয়েছিল, যেমন—চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনালের টিকিট এক পর্যায়ে ৪৭৩.৯০ ডলার থেকে নেমে দাঁড়ায় মাত্র ১৩.৪০ ডলারে। তবে বিশ্বকাপের ক্ষেত্রে বিপুল চাহিদার কারণে দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে তারা টিকিট বিক্রি থেকে ৩ বিলিয়ন ডলারের বেশি আয়ের প্রত্যাশা করছে। এ ছাড়া তারা নিজেদের রিসেল প্ল্যাটফর্ম চালু করবে, যেখানে টিকিট পুনর্বিক্রির কোনো মূল্যসীমা থাকবে না।

মামদানীর পিটিশনে দাবি করা হয়েছে:

-    ডায়নামিক প্রাইসিং বাতিল করতে হবে
-    রিসেল টিকিটের ওপর আবারও মূল্যসীমা আরোপ করতে হবে
-    স্থানীয় বাসিন্দাদের জন্য ১৫ শতাংশ টিকিট ছাড়ে বরাদ্দ রাখতে হবে

তিনি বলেন, ‘বিশ্বকাপ নিউইয়র্ক সিটিতে আসছে। এটি অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উচ্ছ্বাসের সুযোগ। কিন্তু যদি সাধারণ নিউইয়র্কবাসী ম্যাচ দেখতে না পারে, তবে সেটি কোনো সুফল নয়। খেলার আসল মূল্য মানুষের নাগালের মধ্যেই থাকতে হবে। ’

মামদানী আরও বলেন, ‘এখন সময় এসেছে খেলার মর্যাদাকে লোভের ঊর্ধ্বে রাখার এবং এমন এক বিশ্বকাপ আয়োজনের, যা সব নিউইয়র্কবাসী সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারে। ’

এ প্রসঙ্গে ফিফাকে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও তারা এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এর আগে সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফাকে চিঠি দিয়ে এই নীতি নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছিল। তারা বলেছে, ‘বিশ্বকাপ এক জীবনে একবারের অভিজ্ঞতা, এটি কেবল অর্থবিত্ত বা দ্রুত ক্লিক করার প্রতিযোগিতা হয়ে উঠতে পারে না। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।