ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বসুন্ধরা কিংসকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস। ফুটবলে পা রাখার পর থেকেই একের পর এক ইতিহাস গড়ছে তারা।

লিগ জেতায় এবার ক্লাবটিকে অভিনন্দন জানালেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

গত ২১ জুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে একটি চিঠি পাঠানো হয় ফিফা থেকে। যেখানে বসুন্ধরা কিংসের ভূয়সী প্রশংসা করেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘২০২২-২৩ মৌসুমে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো দলের কঠোর পরিশ্রম, প্যাশন ও নিষ্ঠা না থাকলে এই শিরোপা অর্জন হত না এবং সবাই এনিয়ে গর্বিতে হতে পারে। এই অসাধারণ অর্জনের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন জানাবেন। ’

এবার কিংসের শিরোপা নিশ্চিত হয়েছে তিন ম্যাচ হাতে রেখেই। ১৮ ম্যাচে ১৬ জয়ে ১ ড্র ও ১ হারে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। লিগ শেষ হতে বাকি আছে আর দুই ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।