ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লা লিগায় রিয়াল-বার্সার প্রথম ম্যাচ যেদিন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
লা লিগায় রিয়াল-বার্সার প্রথম ম্যাচ যেদিন 

বিরতি শেষে আগামী ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে লা লিগা। ২০২৩-২০২৪ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে হেতাফের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ লড়বে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

হেতাফের বিপক্ষে গত মৌসুমে বেশ ঘাম ঝড়াতে হয়ে বার্সাকে। প্রথম লেগে ১-০ গোলের জয় পেলেও দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এবার অবশ্য অ্যাওয়ে ম্যাচ দিয়েই লিগ শুরু করবে ক্লাবটি।

বার্সার মতো রিয়ালও তাদের প্রথম ম্যাচ খেলবে অ্যাওয়েতে। বিলবাওয়ের বিপক্ষে গত আসরে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে তারা।

ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ নতুন উঠে আসা গ্রানাডা। প্রথম দিনে আরো রয়েছে সেভিয়া বনাম ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল বনাম রিয়াল বেতিসের ম্যাচ।  

আসন্ন মৌসুমে নিয়মিত হোম ভেন্যু ক্যাম্প ন্যুতে আর খেলতে পারছে না বার্সেলোনা। আগামী অন্তত ১৫ মাস স্টেডিয়ামের সংস্কার কাজ চলার কথা রয়েছে।

এ সময় বার্সেলোনার হোম ম্যাচগুলো মন্তিজুইকের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত হবে। বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর ও ২১ এপ্রিল।

এদিকে লা লিগার ঠিক একদিন আগে শুরু হবে প্রিমিয়ার লিগ। মৌসুমের উদ্বোধনী ম্যাচে বার্নলির বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।