অ্যানফিল্ডের রাতটা ছিল মোহামেদ সালাহর। ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন তিনি।
সালাহ এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড়। রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গোল করে তিনি ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে গেছেন।
গত রাতে সালাহ তার ১৮৫তম প্রিমিয়ার লিগ গোলটি করেন, যা লিভারপুলের জন্য আরেকটি স্মরণীয় দিন হয়ে ওঠে। তার গোলের মাধ্যমে লিভারপুল ৪-১ ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমেই তারা নিজেদের ২০তম ইংলিশ শীর্ষ লিগ শিরোপা নিশ্চিত করে।
গোলের পর বিখ্যাত ‘কপ’ গ্যালারির এক ভক্তের কাছ থেকে ফোন নিয়ে সালাহ মাঠের মাঝে দাঁড়িয়ে সেলফি তোলেন। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলে ফোনটি ফিরিয়ে দেন, আর তখন গ্যালারিজুড়ে "মো সালাহ" ধ্বনি গর্জে ওঠে।
ম্যাচ শেষে সালাহ বলেন, "সমর্থকদের সামনে ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জেতা দারুণ এক অনুভূতি। এটা পাঁচ বছর আগের তুলনায় অনেক বেশি বিশেষ। পাঁচ বছর পর আবারও এই অর্জন—শব্দে প্রকাশ করা কঠিন। "
এর আগে গত ৮ মার্চ সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সালাহ দুটি গোল করে আগুয়েরোর রেকর্ডের সমতায় এসেছিলেন। সেই ম্যাচেও পিছিয়ে পড়া লিভারপুলকে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি।
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ এরইমধ্যে ক্লাবটির কিংবদন্তিতে পরিণত হয়েছেন। প্রিমিয়ার লিগে তার ২৯৭ ম্যাচে করা প্রায় সব গোলই লিভারপুলের হয়ে এসেছে। তবে তার প্রথম দুটি গোল এসেছিল ২০১৪ সালে চেলসির জার্সিতে।
টটেনহ্যামের বিপক্ষে গোলটি ছিল এই মৌসুমে তার ৪৬তম গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে), যা অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরারের এক মৌসুমে সর্বোচ্চ অবদানের রেকর্ডের কাছাকাছি।
এই মুহূর্তে সালাহ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন। তার ওপরে রয়েছেন অ্যান্ডি কোল (১৮৭), ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালান শিয়েরার (২৬০)।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর এটি ছিল ২৮তম গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩তম গোল।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এমএইচএম