ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কাঠমান্ডুর অস্থিরতায় ম্যাচ বাতিল, আজই দেশে ফিরছে বাংলাদেশ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, সেপ্টেম্বর ৯, ২০২৫
কাঠমান্ডুর অস্থিরতায় ম্যাচ বাতিল, আজই দেশে ফিরছে বাংলাদেশ দল

নেপালের রাজধানী কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচ স্থগিত হওয়ার পর নির্ধারিত সূচির একদিন আগেই অর্থাৎ আজই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

 

দুপুর ৩টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে দেশটির সরকারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহরজুড়ে তৈরি হয় উত্তেজনা। সোমবার থেকেই কারফিউ জারি করে নেপাল সরকার। এর ফলে অনিশ্চয়তায় পড়ে যায় ম্যাচ আয়োজন। শেষ পর্যন্ত নেপাল ফুটবল ফেডারেশন (এএনএফএ) আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই জানিয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। দল বর্তমানে  হোটেলে নিরাপদে অবস্থান করছে। তবে ম্যাচ না হওয়ায় বুধবারের নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় না থেকে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।