ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে প্রস্তুত ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, সিবিএফ চায় আগামী জুনের মধ্যেই আনচেলত্তির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে।
তবে এই চুক্তির রূপরেখা নির্ভর করছে একটি বড় বিষয়ের ওপর—রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির সম্পর্কের সমাপ্তি। বর্তমান মৌসুম শেষে, অর্থাৎ জুনের মধ্যে রিয়াল ও আনচেলত্তি পারস্পরিক সম্মতিতে ‘সুন্দরভাবে’ বিচ্ছেদ ঘটাতে চায়। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তি ২০২৬ সাল পর্যন্ত থাকলেও, ক্লাব ও কোচ উভয়ই একটি সম্মানজনক সমাধানের পথে এগোচ্ছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, তারা ক্লাব বিশ্বকাপ (ডিসেম্বর ২০২৫) পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। জুনের মধ্যেই আনচেলত্তিকে দলের দায়িত্ব নিতে হবে, যাতে করে কোপা আমেরিকা ২০২৪ এবং ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করা যায়। বর্তমানে ফার্নান্দো দিনিজ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন, কিন্তু তার মেয়াদও খুব শিগগিরই শেষ হতে চলেছে।
আনচেলত্তি যদি ব্রাজিল দলের কোচ হন, তবে তিনি হবেন দেশটির ইতিহাসের মাত্র চতুর্থ বিদেশি কোচ। তার অধীনে রিয়ালে খেলা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, এবং এদের মিলিতাও আবারো পরিচিত কোচের অধীনে জাতীয় দলে খেলার সুযোগ পাবেন।
অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন, আনচেলত্তির নিয়োগ ব্রাজিল দলের জন্য নতুন এক যুগের সূচনা করবে—যেখানে ইউরোপীয় মেধা ও ব্রাজিলীয় প্রতিভার মেলবন্ধন হতে পারে তাদের আবার বিশ্বসেরা বানানোর প্রধান হাতিয়ার।