ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস না আবাহনী— মঙ্গলবার ১৫ মিনিটেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, এপ্রিল ২৮, ২০২৫
বসুন্ধরা কিংস না আবাহনী— মঙ্গলবার ১৫ মিনিটেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন সংগৃহীত ছবি

দেশের ফুটবলের ইতিহাসে বিরল এক অধ্যায় রচনা করতে চলেছে চলতি মৌসুমের ফেডারেশন কাপের ফাইনাল। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার জমজমাট এই ফাইনাল আলোকসল্পতার কারণে শেষ করা সম্ভব হয়নি।

 

অতিরিক্ত সময়ের আর মাত্র ১৫ মিনিট বাকি থাকতেই গত মঙ্গলবার (২২ এপ্রিল) ম্যাচ বন্ধ ঘোষণা করেন রেফারি। সেই অসমাপ্ত ফাইনালের নিষ্পত্তি ঘটবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।

নিয়মিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বৃষ্টি বাধায় পড়ে খেলা প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে খেলা ফের শুরু হলেও দুই দলের কেউই এগিয়ে যেতে পারেনি। অতিরিক্ত সময়ে প্রথম ১৫ মিনিট খেলা সম্ভব হলেও স্টেডিয়ামে আলোকসল্পতার কারণে অবশিষ্ট সময়ের ম্যাচটি অসম্পূর্ণ থেকে যায়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাকি থাকা ১৫ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে।

তবে, নির্ধারিত এই ১৫ মিনিটেও যদি কোনো দল বিজয়ী হতে না পারে, তাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। যেখানে ভাগ্য ও দক্ষতার লড়াইয়ে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন।

আবাহনী তাদের হারানো গৌরব ফেরানোর জন্য মরিয়া থাকবে, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবে।
শেষ পর্যন্ত কারা হাসবে—সেটা জানা যাবে মঙ্গলবারের ছোট্ট কিন্তু উত্তেজনাপূর্ণ এই লড়াই শেষে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।