ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাংলাদেশে নারী ফুটবল দল পাঠাতে চায় চীন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, এপ্রিল ৩০, ২০২৫
বাংলাদেশে নারী ফুটবল দল পাঠাতে চায় চীন

বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন।

আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

সাক্ষাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ আছে।

এজন্য চীনের সহায়তায় ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিক পর্যায়ের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করতে বাংলাদেশে নারী ফুটবল দল পাঠানো হবে। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর কথাও জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য চীন উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও প্রস্তুত।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।