চলতি মৌসুম একদমই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এর মধ্যেই গুঞ্জন চলছে ছাঁটাই করা হতে পারে কোচ কার্লো আনচেলত্তিকে।
নিজের ভবিষ্যত সম্পর্কে নানা গুঞ্জন শুনছেন ইতালিয়ান এই কোচ। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ারই সম্ভাবনা বেশি তার। তবে এখনও বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ আনচেলত্তি। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সম্পর্কে আমি ২৫ মের আগে কথা বলছি না। মৌসুমের শেষ পর্যন্ত খেলাতেই আমি এখন মনোযোগ রাখতে চাই। ’
তবে সাংবাদিকদের থেকে পুনরায় এই সম্পর্কিত প্রশ্ন আসছিল। তবুও সঠিক সিদ্ধান্ত কোনটি তা জানাননি আনচেলত্তি। বরং ক্লাবের প্রতি তার যে টান তা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি বুঝেছি, আপনারা কি চান। এটা ঠিক না। আমি জানি আমি কি করবো। আমি কি করতে যাচ্ছি। আর আমি কি করছি এখন। আমি হয়তো আপনাদের হতাশ করেছি। কিন্তু এতে আমার কিছু আসে যায় না। ’
স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে খোয়ানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় হয়েছে রিয়াল মাদ্রিদের। বর্তমানে কেবল লা লিগা রয়েছে তাদের জন্য। যদিও বার্সেলোনা এখনও এগিয়ে রয়েছে বড় ব্যবধানে। তবে নিজের শেষ মৌসুমে এই ট্রফি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আনচেলত্তি।
আরইউ