ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়াল-আনচেলত্তি বিচ্ছেদে সমঝোতা, ব্রাজিলের আশা বাড়ছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, মে ৫, ২০২৫
রিয়াল-আনচেলত্তি বিচ্ছেদে সমঝোতা, ব্রাজিলের আশা বাড়ছে

রিয়াল মাদ্রিদের সঙ্গে এক যুগান্তকারী অধ্যায় শেষের পথে। কার্লো আনচেলত্তি ও ক্লাবটির মধ্যে তার বিদায় নিয়ে একটি মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা।

প্রবীণ এই ইতালিয়ান কোচ আগামী জুনে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন, যার জন্যই ছিল এই আলোচনার সূত্রপাত। ‘দ্য অ্যাথলেটিক’-এর এক রিপোর্ট অনুযায়ী, আনচেলত্তি একটি এক বছরের প্রাথমিক চুক্তিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের ডাগআউটে থাকবেন। তবে তার বিদায় এতটা সরল ছিল না।

২০২৩ সালের ডিসেম্বরে তিনি রিয়ালের সঙ্গে যে নতুন চুক্তিতে সই করেছিলেন, সেটি ২০২৬ সাল পর্যন্ত চলার কথা ছিল। ফলে বাকি সময়ের বেতন, দায়িত্ব এবং প্রস্থানের শর্তাবলী নিয়ে ক্লাবের সঙ্গে তার আলোচনার সময় লেগেছে কিছুটা। এখন সবকিছুই প্রায় ঠিকঠাক, চূড়ান্ত ঘোষণা আসবে লা লিগার মৌসুম শেষ হওয়ার আগেই—সম্ভবত এল ক্লাসিকোর পরপরই।

রিয়াল থেকে বিদায়, ব্রাজিলে নতুন যাত্রা

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুরু থেকেই আনচেলত্তিকে তাদের প্রথম পছন্দ হিসেবে চিহ্নিত করেছিল। প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস তাকে অভিহিত করেছেন "স্বপ্নের কোচ" বলে। মার্চ থেকেই আলোচনায় ছিলেন আনচেলত্তি, আর এপ্রিলের ২৮ তারিখে লন্ডনে তাদের মধ্যে এক বৈঠকে সবকিছু চূড়ান্ত হওয়ার কথা থাকলেও, মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিক ছাড়াছাড়ি না হওয়ায় তা স্থগিত হয়।

এখন সব বাধা কাটিয়ে সামনে এগোচ্ছে বিষয়টি। জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ব্রাজিল দলের ডাগআউটে দেখা যেতে পারে আনচেলত্তিকে।

তবে ব্রাজিল ছাড়াও সৌদি আরবের বড় ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি রিয়ালেও তাকে বোর্ড পর্যায়ের ভূমিকায় রাখার প্রস্তাব ছিল। তবুও তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন।

পরবর্তী কোচ হিসেবে আলোচনায় জাবি আলোনসো

আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে কে আসবেন, তা নিয়ে চলছে জল্পনা। ক্লাবের বাইরে থেকে সবচেয়ে আলোচিত নাম বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো। বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ক্লাবের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি, কাস্তিয়া কোচ রাউল গনসালেস এবং হুভেনিল এ দলের কোচ আলভারো আরবেলোয়া।

মাদ্রিদের ইতিহাসে সর্বাধিক সাফল্য পাওয়া কোচ

আনচেলত্তির দ্বিতীয় মাদ্রিদ অধ্যায় শুরু হয় ২০২১ সালে। দুই দফায় তিনি ক্লাবটির হয়ে জিতেছেন ১৫টি শিরোপা—যার মধ্যে রয়েছে ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি লা লিগা। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনিই সবচেয়ে সফল কোচ।

তবে এবারের মৌসুমটা তার জন্য হতাশাজনক। আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিদায়, অতিরিক্ত সময়ে বার্সেলোনার কাছে কোপা দেল রে ফাইনালে হার, আর লা লিগায় হানসি ফ্লিকের বার্সেলোনার পেছনে ৪ পয়েন্টে পিছিয়ে থাকা—সব মিলিয়ে রিয়ালের মৌসুমটা যাচ্ছে মিশ্র অভিজ্ঞতায়।

এই রোববার বার্সার বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকো। সেখানেই হয়তো আবেগঘনভাবে শেষ হবে আনচেলত্তির রিয়াল অধ্যায়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।