বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরেছেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এবারের জাতীয় দলে তিনজন প্রবাসী ফুটবলারের আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা। তারা হলেন—হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহমিদুল ইসলাম। এর মধ্যে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ইতোমধ্যেই লাল-সবুজ জার্সিতে মাঠে নেমেছেন। তবে দেশের মাটিতে এখনো অভিষেক হয়নি তার।
অন্যদিকে শমিত সোম ও ফাহমিদুল এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায়। তিনজনের মধ্যে সবার আগে ঢাকায় এসে পৌঁছেছেন ফাহমিদুল। হামজা আসবেন ২ জুন, আর কানাডা জাতীয় দলের হয়ে খেলা শমিত ঢাকায় পা রাখবেন ৪ জুন।
ফাহমিদুলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভক্ত-সমর্থকরাও। বাংলাদেশ ফুটবল আলট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘ফাহমিদুল দেশে আসায় খুব ভালো লাগছে। অনেকে ভাবছিল, হয়তো তাকে আর ডাকাই হবে না। আমাদের ফুটবলে এমন অনেক উদাহরণ আছে, যারা একবার সুযোগ পেয়ে আর ফেরেননি। ফাহমিদুল আবার ডাক পেয়েছে—এটাই বড় ব্যাপার। এবার আশা করছি সে জাতীয় দলে সুযোগ পাবে। ’
এর আগে মার্চ ফিফা উইন্ডোর সৌদি আরব ক্যাম্পে এক সপ্তাহের বেশি সময় অনুশীলন করেছিলেন ফাহমিদুল। কিন্তু সেখান থেকে জাতীয় দলের বাকি সদস্যরা ঢাকায় ফিরলেও, সম্ভাবনাময় এই ফুটবলারকে দেশে না এনে আলোচনায় আসেন কোচ হাভিয়ের কাবরেরা। অনেক বাফুফে কর্মকর্তা এই সিদ্ধান্তে বিস্মিত হন। এমনকি জাতীয় দল কমিটির বৈঠকে কোচ কাবরেরাকে এ বিষয়ে জবাবদিহি করতে হয়।
সমর্থকদের মাঝে এতটাই ক্ষোভ তৈরি হয়েছিল যে, ঢাকায় বিক্ষোভ মিছিল পর্যন্ত হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ইস্যুতে বাফুফে সভাপতিকে তলব করেন। এরপরই ফের ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।
জাতীয় দলের হয়ে ফাহমিদুলের মাঠে নামা এখন শুধু সময়ের অপেক্ষা। এই তরুণ ফুটবলারের পায়ে দেশবাসী দেখছে নতুন আশার আলো।
এমএইচএম