ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

ফুটবল

জয় দিয়ে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, আগস্ট ২০, ২০২৫
জয় দিয়ে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাউলের শিকার হন ফরাসি তারকা। ৫১তম মিনিটে সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন তিনি। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জালের দেখা পেয়ে শুরুটা করেছেন দারুণভাবে।

পুরো ম্যাচে বল দখল, আক্রমণ, সুযোগ তৈরি থেকে সবকিছুতেই আধিপত্য ছিল রিয়ালের। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে তারা নেয় ১৮টি শট, এর মধ্যে পাঁচটি লক্ষ্যে। বিপরীতে ওসাসুনার দুটি শটের একটিও ছিল না টার্গেটে।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোল খুঁজে পায়নি ইউরোপের সফলতম দলটি। ভিনিসিয়ুস জুনিয়র, আলভারো কারেয়াস, এদার মিলিতাও ও এমবাপে শট নিলেও ওসাসুনা গোলরক্ষক সের্হিও এরেরাকে ভাঙতে পারেনি। ৪১তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতার সুযোগ পেয়েছিলেন আন্তে বুদেমির, তবে তার শটও ছিল লক্ষ্যের বাইরে।

দ্বিতীয়ার্ধে গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রিয়ালের। তরুণ আর্দা গুলেরের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে বদলি হিসেবে নেমে আসেন দানি কারভাহাল ও নবাগত ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। শেষ সময়ে আবারও সমতার সুযোগ হাতছাড়া করেন বুদেমির। তার হেড গঞ্জালো গার্সিয়ার গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। কর্নার পাওয়ার দাবিও রেফারি নাকচ করে দেন।

যোগ করা সময়ে ওসাসুনার আবেল ব্রেতোনেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে রিয়াল। এই জয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচে গোলের রেকর্ডও ধরে রাখল আলোনসোর দল।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।