ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রিয়ালের ২০২৬ ক্যালেন্ডারে জায়গা হয়নি বেলিংহ্যামের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, অক্টোবর ১২, ২০২৫
রিয়ালের ২০২৬ ক্যালেন্ডারে জায়গা হয়নি বেলিংহ্যামের ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে কঠিন সময় পার করছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এবার আরও এক নতুন ধাক্কায় আলোচনায় এলেন তিনি।

স্প্যানিশ জায়ান্টদের ২০২৬ সালের অফিসিয়াল ক্লাব ক্যালেন্ডারে জায়গা পাননি এই তারকা ফুটবলার। এক বছর আগেও যেখানে তিনি ছিলেন ক্লাবের নিয়মিত মুখ, এবার পুরো ক্যালেন্ডারে তার কোনো উপস্থিতিই নেই।

রিয়ালের নতুন প্রকাশিত ক্যালেন্ডারে জায়গা পেয়েছেন তরুণ তারকা আর্দা গুলের, ডিন হাউসেন, অভিজ্ঞ দানি কারভাহাল ও এদার মিলিতাও। কিন্তু বেলিংহ্যামের অনুপস্থিতি ফুটবল দুনিয়ায় নানা জল্পনা ছড়িয়েছে। কারণ এই ক্যালেন্ডার শুধু মাত্র প্রচারের জন্য নয়, বরং ক্লাবের পরিকল্পনা ও খেলোয়াড়দের মর্যাদার প্রতিফলন হিসেবেও দেখা হয়।

২২ বছর বয়সী বেলিংহ্যাম মৌসুমের শুরু থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন। কাঁধের অস্ত্রোপচারের পর দলে ফিরলেও এখনো ছন্দে ফিরতে পারেননি। সেপ্টেম্বরের পর থেকে রিয়ালের শেষ তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে ছিলেন শুরুর একাদশে। সেই ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানে হারে রিয়াল। পরের দুটি ম্যাচে ছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। নতুন কোচ জাবি আলোনসো তার বহুমুখী খেলার প্রশংসা করলেও বর্তমানে ইনফর্ম বিকল্পদের কারণে বেলিংহ্যামকে একাদশে ফেরাতে অনিচ্ছুক বলেই মনে হচ্ছে।

ক্লাবের মতোই জাতীয় দলেও ব্যর্থতা পিছু ছাড়ছে না বেলিংহ্যামের। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল অক্টোবরের আন্তর্জাতিক বিরতির দলে তাকে রাখেননি। কারণ হিসেবে টুখেল জানিয়েছেন, ‘বেলিংহ্যাম এখনও বিশ্বের সেরাদের একজন, তবে তার ম্যাচ রিদম ও ফিটনেস এখনও সম্পূর্ণ হয়নি। ’

কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত অভিষেক মৌসুমে বেলিংহ্যাম ছিলেন রিয়ালের পোস্টার বয়। কিন্তু ইনজুরি, ট্যাকটিক্যাল পরিবর্তন এবং নতুন তারকাদের উত্থানে তার গুরুত্ব কিছুটা কমেছে। আলোনসোর অধীনে মিডফিল্ডে প্রতিযোগিতা বেড়েছে, সুযোগ কাজে লাগিয়ে নিজেদের জায়গা পোক্ত করছেন গুলের ও তরুণ আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

বেলিংহ্যামের পাশাপাশি ক্যালেন্ডারে নেই তার ইংলিশ সতীর্থ ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডও। লিভারপুল থেকে গ্রীষ্মকালীন ট্রান্সফারে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। ৮.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আগেভাগেই চুক্তি সম্পন্ন করে আনা হয়েছিল তাকে। তবে যোগদানের পরই চোটে পড়েন এই ডানপাশের ডিফেন্ডার। মার্সেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে মাত্র কয়েক মিনিট খেলেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষায় জানা যায়, বাম পায়ের মাংসপেশিতে ছিঁড়ে গেছে ‘বাইসেপস ফেমোরিস’, যার ফলে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এই ইনজুরিতে রাইট-ব্যাক পজিশনে সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞ কারভাহালও সময় সময় চোটে ভুগছেন। ফলে বিকল্প হিসেবে মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি ও তরুণ ভিনিসিয়ুস তোবিয়াসকে ব্যবহার করতে হচ্ছে আলোনসোকে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।