হোয়াইট হাউস সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বিশ্বনেতার সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করলে ফুটবল ভক্তদের চোখে পড়ে এক অদ্ভুত জিনিস—ওভাল অফিসে প্রদর্শিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি।
গত জুলাইয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে পিএসজিকে হারিয়ে ট্রফিটি জেতে চেলসি।
ট্রাম্প নিজেই এক সাক্ষাৎকারে জানান, টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে আয়োজনের স্বীকৃতিস্বরূপ তাকে বলা হয় ট্রফিটি রেখে দেওয়ার জন্য। তার ভাষায়,
“আমি বললাম, ট্রফি কবে নিয়ে যাবেন? তারা বলল, ‘কখনো না, এটা আপনি চিরদিনের জন্য রাখতে পারেন। আমরা নতুন একটা বানাচ্ছি। ’
তবে ফিফার ব্যাখ্যা অনুযায়ী আসলে তিনটি আলাদা ট্রফি রয়েছে। মূল ট্রফি ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে সংরক্ষিত। একটি রিপ্লিকা চেলসির কাছে আছে, যা তারা মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রদর্শনও করেছে। আরেকটি সংস্করণ বর্তমানে ওভাল অফিসে রাখা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ২০২৫ আসরের আয়োজক হিসেবে বিশেষ স্বীকৃতি জানাতে।
টুর্নামেন্টকে আয়োজকরা ‘বিশ্বের সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা’ বললেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক—পুরো আসরে এক মিলিয়নেরও বেশি আসন ফাঁকা ছিল। এছাড়া আবহাওয়া ও মাঠের মান নিয়েও সমালোচনা হয়েছে।
ফাইনালের পর ট্রাম্প চেলসির হাতে ট্রফি তুলে দেন। কিন্তু সেখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পাশে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও ট্রাম্প কিছুক্ষণ চেলসির খেলোয়াড়দের সঙ্গে ট্রফি উদযাপনে থেকে যান, যা খেলোয়াড়দের কাছে ‘কিছুটা বিভ্রান্তিকর’ লেগেছিল।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে।
এমএইচএম