ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

চার ক্লাবে শত গোলের ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, আগস্ট ২৪, ২০২৫
চার ক্লাবে শত গোলের ইতিহাস গড়লেন রোনালদো সংগৃহীত ছবি

আবারও ফুটবল ইতিহাসে নতুন কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও রেকর্ড গড়ার রাতে তার দল জয়ের দেখা পায়নি।

বরং ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।  

শনিবার সৌদি সুপার কাপ ফাইনালে আল-নাসরের হয়ে গোল করে তিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন। এর আগে কোনো খেলোয়াড়ই এই রেকর্ড গড়তে পারেননি।

রোনালদোর চার ক্লাবের গোলসংখ্যা

রিয়াল মাদ্রিদ: ৪৫০ গোল
ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫ গোল
জুভেন্টাস: ১০১ গোল
আল-নাসর: ১০০ গোল

এই রেকর্ডের মাধ্যমে তিনি স্পেনের ইসিদ্রো লাঙ্গারা এবং ব্রাজিলের রোমারিও ও নেইমারের মতো কিংবদন্তিদেরও ছাড়িয়ে গেছেন, যারা তিনটি ভিন্ন ক্লাবে ১০০ গোল করেছিলেন।

হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৪০ বছর বয়সী রোনালদো প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে এগিয়ে দেন (৪১ মিনিটে)। তবে দ্রুতই আল-আহলির ফ্র্যাঙ্ক কেসি সমতায় ফিরিয়ে নেন।  

ম্যাচের শেষ দিকে (৮৩ মিনিটে) মার্সেলো ব্রোজোভিচ আল-নাসরকে আবারও এগিয়ে দিলেও, ইনজুরি টাইমে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেজ হেডে গোল করলে আল-আহলি ২-২ সমতায় ফিরিয়ে নেয়।

টাইব্রেকারে রোনালদো আবারও গোল করলেও তার সতীর্থ আবদুল্লাহ আল-খাইবারি মিস করেন। ফলে আল-আহলি ৫-৩ ব্যবধানে জয় পেয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতে নেয়।

ম্যাচ হারলেই প্রশংসার বন্যায় ভাসছেন রোনালদো। ক্লাব ফুটবলে নয়, কারণ জাতীয় দলের জার্সিতেও সবার সেরা তিনি। এই উইঙ্গার পর্তুগালের হয়ে ইতোমধ্যে ১৩৮ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

যদিও এখনো সৌদি আরবে বড় কোনো শিরোপা জেতেননি রোনালদো, তবুও তার গোলের ধারাবাহিকতা এবং অনন্য রেকর্ড বিশ্ব ফুটবলে তাকে আরও উজ্জ্বল করে তুলছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।