ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

বসুন্ধরা কিংসের ডাগআউটে নতুন আর্জেন্টাইন কোচ 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, আগস্ট ২৫, ২০২৫
বসুন্ধরা কিংসের ডাগআউটে নতুন আর্জেন্টাইন কোচ  ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে রাখা বসুন্ধরা কিংস নতুন মৌসুমকে সামনে রেখে আবারও বড় ঘোষণা দিল। ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ।

ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক সমঝোতা হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। ফলে শেষ মুহূর্তে কিংস দিক বদলে অভিজ্ঞ গোমেজের হাতে দায়িত্ব তুলে দেয়।

খেলোয়াড় হিসেবে গোমেজ ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। সেখানেই ১৯৮২ ও ১৯৮৪ সালে ঘরোয়া লিগের শিরোপা জেতেন। তবে খেলোয়াড়ি জীবনের চেয়ে অনেক বেশি খ্যাতি অর্জন করেছেন কোচিং ক্যারিয়ারে।

১৯৯৫ সালে আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে তার কোচিং জীবন শুরু। এখান থেকেই ইউরোপীয় ফুটবলের দরজা খুলে যায়। কুপারের সঙ্গে স্পেনে গিয়ে মায়োর্কার ডাগআউটে ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কাজ করেন তিনি। সে সময়ে দলকে কোপা দেল রে ও কাপ উইনার্স কাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। এরপর ভ্যালেন্সিয়ার সহকারী হিসেবে দুই মৌসুম কাটান। তার সময়েই দল টানা দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলে।

তখন দলে ছিলেন গায়িজকা মেন্দিয়েতা, পাবলো আইমার, ক্লদিও লোপেজ, স্যামুয়েল ইতো, সান্তিয়াগো কানিজারেসদের মতো তারকা ফুটবলাররা। পরে ২০০১ সালে কুপারের সঙ্গেই যোগ দেন ইতালির জায়ান্ট ইন্টার মিলানে। সেখানে কাজ করার অভিজ্ঞতা হয় রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ান ভিয়েরি, হার্নান ক্রেসপো, জাভিয়ের জানেত্তিদের মতো বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে।

এই সময়টিই গোমেজকে নতুনভাবে গড়ে তোলে। ইউরোপের শীর্ষ স্তরে কাজ করার অভিজ্ঞতা তাকে পরবর্তীতে হেড কোচ হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করে। পরে তিনি আর্জেন্টিনার একাধিক ক্লাবের দায়িত্ব নেন; লানুস, কুইলমেস, বেলগ্রানো, আতলেতিকো তুকুমান, ফেরো কারিল ওয়েস্তে, জিমনাসিয়া দে লা প্লাতা ও জিমনাসিয়া দে জুজুয়াইসহ আরও অনেক ক্লাব। দেশের বাইরেও কাজ করেছেন গ্রিসের আস্তেরাস ত্রিপোলিস, ইকুয়েডরের দেপোর্তিভো কুয়েনকা, হংকংয়ের সাউথ চায়না, মালয়েশিয়ার জোহর দারুল তাজিম এবং ইন্দোনেশিয়ার পারসিব বান্দুং, বোর্নিও এফসি ও আরেমা এফসির মতো ক্লাবে।

আন্তর্জাতিক সাফল্যের দিক থেকেও উজ্জ্বল গোমেজের ক্যারিয়ার। মালয়েশিয়ার জোহর দারুল তাজিমের হয়ে ২০১৫ সালে এএফসি কাপ জেতেন তিনি। একই মৌসুমে মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতে দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা পান। ইন্দোনেশিয়ার ফুটবলেও তিনি আলো ছড়িয়েছেন।

এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পর তাদের লক্ষ্য শুধু স্থানীয় ট্রফি জয় নয়। কিংস চাইছে ঘরোয়া পাঁচটি শিরোপার সঙ্গে এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্ব পেরিয়ে আরও দূর এগোতে। এই বড় স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হলো আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজকে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।