ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ফিলিস্তিনি ফুটবলারের জাতীয়তা অস্বীকারের অভিযোগ, সমালোচনার মুখে এমএলএস ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, আগস্ট ২৫, ২০২৫
ফিলিস্তিনি ফুটবলারের জাতীয়তা অস্বীকারের অভিযোগ, সমালোচনার মুখে এমএলএস ক্লাব সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু নতুন তারকা ওয়াসিম আবু আলিকে নিয়ে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে। সমর্থকদের অভিযোগ—ক্লাবটি নতুন যোগ দেওয়া স্ট্রাইকারের ফিলিস্তিনি পরিচয় অস্বীকার করেছে।

অন্যদিকে, দুই বছরের নিষেধাজ্ঞার পর স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা উড়ানোর অনুমতি পেয়েছে ক্লাবটির সমর্থক সংগঠন নর্ডেকে।

আবু আলির অভিষেককে ঘিরে ক্লাবের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে তার নামের পাশে রাখা হয়েছে কেবল ডেনমার্কের পতাকা। অথচ ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন জাতীয় দলকেই প্রতিনিধিত্ব করছেন। বিষয়টি নজরে আসতেই সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন।

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নেওয়া আবু আলি পরবর্তীতে পরিবারসহ ডেনমার্কে পাড়ি দেন এবং নাগরিকত্ব পান। তবে নিজের শিকড়ের দেশ ফিলিস্তিনের হয়েই খেলাকেই বেছে নেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১০ ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ৪ গোল, সবকটিই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে।

সম্প্রতি মিশরের আল আহলি থেকে ৬.৪ মিলিয়ন ইউরো (প্রায় ৭.৫ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফি-তে কলম্বাস ক্রুতে যোগ দেন আবু আলি। তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন প্রক্রিয়ার জটিলতায় সময় লেগেছিল, তবে অবশেষে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তার। বর্তমানে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলম্বাস ক্রু, লিওনেল মেসির ইন্টার মায়ামির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

স্টেডিয়ামে ফিরল ফিলিস্তিনের পতাকা

এদিকে আবু আলিকে দলে ভেড়ানোর পর নর্ডেকে সমর্থকরা স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আবেদন জানায়। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর ইসরায়েল ও ফিলিস্তিনের পতাকা স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছিল। এবার কলম্বাস ক্রুর আবেদনের প্রেক্ষিতে এমএলএস শুধু নর্ডেকে সেকশনে খেলোয়াড়দের জন্মভূমি বা জাতীয় দলের পতাকা আনার অনুমতি দিয়েছে। অন্য ক্লাব বা সেকশনে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কলম্বাস ক্রু এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি, ফুটবল মানুষকে একত্রিত করার শক্তি রাখে। খেলোয়াড় ও সমর্থকদের বৈচিত্র্যকে আমরা সম্মান জানাই। ’

আবু আলির প্রতিক্রিয়া

ডেনমার্কে বেড়ে উঠলেও ফিলিস্তিনি পরিচয়কে নিজের গর্ব হিসেবে দেখেন আবু আলি। ওহাইওতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার দেশ ও জনগণকে প্রতিনিধিত্ব করা বিশাল গর্বের। রাজনীতিতে কখনো জড়াইনি, তবে ফিলিস্তিনের হয়ে খেলা আমার জন্য সম্মানের। ’

এর আগেও তিনি গোল উদযাপনে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীকী ভঙ্গি দেখিয়েছেন। এমনকি প্রয়াত হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের ভঙ্গিও ফুটবল মাঠে অনুকরণ করেছিলেন।

ফিলিস্তিনি ফুটবলারদের ওপর হামলা

প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গত এক বছরে ৪০০-র বেশি ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন। চলতি মাসেই নিহত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা সুলেমান ওবায়েদ। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা তাকে ‘ফিলিস্তিনের পেলে’ আখ্যা দেয়। তার মৃত্যুর খবরে লিভারপুল তারকা মোহামেদ সালাহ প্রশ্ন তোলেন, ‘বলুন তো, তিনি কীভাবে, কোথায়, আর কেন মারা গেলেন?’

তারা আরও বলেছে, ‘কলম্বাস ক্রু সমর্থকদের প্রতি আমরা কৃতজ্ঞ। ফিলিস্তিনের পতাকা শুধু আবু আলির পরিচয় নয়, এটি আমাদের জাতির দৃঢ়তা ও গৌরবের প্রতীক। এই উদ্যোগ বিশ্বজুড়ে আমাদের খেলোয়াড়দের প্রতি সম্মান ও স্বীকৃতির বার্তা। ’

তথ্যসূত্র: প্যালেস্টাইন ক্রনিকল

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।