ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

জাতীয় দলে ফেরা সোহানের প্রাপ্য: রাজিন সালেহ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, আগস্ট ২৬, ২০২৫
জাতীয় দলে ফেরা সোহানের প্রাপ্য: রাজিন সালেহ সংগৃহীত ছবি

নুরুল হাসান সোহানের জাতীয় দলে ডাক না পাওয়ার ঘটনা বারবারই আলোচনার বিষয়বস্তু ছিল। অবশেষে নেদারল্যান্ডস সিরিজ ও আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছেন তিনি।  

কিন্তু জাতীয় দলের দরজা খুলছিল না। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। বিসিবির কোচ রাজিন সালেহ এটিকে সঠিক সময়ের সিদ্ধান্ত বলে মনে করছেন।  

রাজিন বলেন, ‘দলে জায়গা পাওয়া সোহানের প্রাপ্য। নির্বাচকরা সঠিক সময়ে সুযোগ দিয়েছেন। সাইফ হাসানও সুযোগ পেয়েছেন। নতুন দলটা এখন অনেক ভালো। যারা নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই। ’

রাজিন আরও বলেন, ‘যদিও দলে সিনিয়র খেলোয়াড় নেই। তবে যারা আছেন তারা চার-পাঁচ বছর ধরে খেলে যাচ্ছেন। ওপেনার থেকে সোহান, সাইফ- সবাই অভিজ্ঞ। আমি মনে করি আমাদের দল সেমিফাইনাল খেলার যোগ্য এবং খেলোয়াড়রা অবশ্যই পারফর্ম করতে পারবে। ’ 

বাংলাদেশ ৩০ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু করবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।  

রাজিনের আশা এশিয়া কাপে ভালো খেলবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হবো বলছি না তবে সেমিফাইনাল খেললে আমি খুশি হবো। দলটা এখন অভিজ্ঞ এবং শক্তিশালী। ’

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।