ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা নেইমারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, আগস্ট ২৭, ২০২৫
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা নেইমারের

ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি নেইমারের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামে কঠোর অনুশীলনের ছবি দিয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্যাখ্যা দিয়েছেন, নেইমারের ছোটখাটো সমস্যা আছে, সেটি কাটিয়ে ওঠার পরই তিনি ফিরতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ভিন্ন সুর শোনালেন সাবেক পিএসজি তারকা। জিমে কেটলবেল হাতে ছবি পোস্ট করে লিখলেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর লক্ষ্য পূরণের চেষ্টায়। লক্ষ্য পূরণ না হলেও যারা চেষ্টা করে আর বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু হলেও অর্জন করে। ’

ফর্ম আর ফিটনেস দুটো নিয়েই এখন লড়াই করতে হচ্ছে নেইমারকে। সান্তোসের হয়ে এই মৌসুমে ১৯ ম্যাচে তার গোল মাত্র ৬টি, অ্যাসিস্ট ৩টি। এমন পারফরম্যান্সে জাতীয় দলে ফেরাটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।

তবু আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের মান নিয়ে কোনো সন্দেহ নেই তার। তবে মাঠে নিয়মিত পারফরম্যান্স আর ফিট থাকা ছাড়া ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ মিশনে জায়গা পাওয়া কঠিন হবে তার জন্য।

ইতোমধ্যেই বাছাইপর্ব থেকে পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচ শেষে তৃতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে আনচেলত্তির দল।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।