এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ড্র’তে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস।
ড্র অনুষ্ঠানে চার নম্বর পটে ছিল বসুন্ধরা কিংস। এক নম্বর পট থেকে ‘বি’ গ্রুপে এসেছে আল সিব ক্লাব, দুই নম্বর পট থেকে আল আনসার এফসি এবং তিন নম্বর পট থেকে এসেছে কুয়েত এফসি।
ড্রয়ের সিডিং অনুযায়ী, নিজেদের প্রথম ম্যাচে ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
এআর/আরইউ