ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর ফেনারবাচে ছাড়লেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, আগস্ট ২৯, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর ফেনারবাচে ছাড়লেন মরিনিয়ো ছবি: সংগৃহীত

ঘরোয়া লিগে শুরুটা মোটেও খারাপ হয়নি ফেনারবাচের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নপূরণ হলো না।

মূল পর্বে ওঠার লড়াইয়ে প্লে-অফে বিদায় নেওয়ার পর দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জোসে মরিনিয়ো।

তুর্কিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার এক বছরের বেশি সময় হয়নি। শেষ পর্যন্ত ‘পারস্পরিক সমঝোতায়’ চুক্তি শেষ করেছেন ৬২ বছর বয়সী পর্তুগিজ এই কোচ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফেনারবাচে। বেনফিকার বিপক্ষে প্লে-অফে হারের দুই দিন পরই এল এই সিদ্ধান্ত। বিদায়বেলায় মরিনিয়োর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে ক্লাবটি।

পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে আলোচনায় আসা মরিনিয়ো চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইউরোপের আরও বেশ কয়েকটি বড় ক্লাবের কোচ ছিলেন।

২০১৪ সালের পর লিগ শিরোপা না পাওয়া ফেনারবাচে আশা করেছিল মরিনিয়োর হাত ধরে খরা কাটানোর। ২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নিলে ইস্তানবুলে তাকে বরণ করতে ভিড় করেছিলেন হাজারো সমর্থক। প্রত্যাশা ছিল ‘স্পেশাল ওয়ান’ এনে দেবেন কাঙ্ক্ষিত সাফল্য। তবে আগের মতোই গত মৌসুমেও রানার্সআপ হয় দলটি।

তার ওপর মৌসুম জুড়ে নানা বিতর্কে জড়ান মরিনিয়ো, সমালোচিতও হন বেশ কয়েকবার। ফলাফলে যদি বড় কোনো অর্জন আসত, হয়তো সেসব চাপা পড়ে যেত। কিন্তু সেটিও হয়নি।

লিগ মৌসুমে শুরুর ম্যাচে ড্র করে ফেনারবাচে। দ্বিতীয় রাউন্ডে জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে হতাশার ধাক্কা সামলাতে পারেনি দল। ঘরের মাঠে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা। আর সেই ব্যর্থতার পরই সরে দাঁড়ালেন মরিনিয়ো।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।