ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

হামজাকে ঘিরেই আলোচনা, পূর্ণাঙ্গ অনুশীলনে জাতীয় দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, সেপ্টেম্বর ১, ২০২৫
হামজাকে ঘিরেই আলোচনা, পূর্ণাঙ্গ অনুশীলনে জাতীয় দল

৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলন চলছে পূর্ণোদ্যমে। ক্যাম্প শুরু হয়েছিল ১৩ আগস্ট, তবে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার দলে যোগ দিতে দেরি করায় পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে আজই প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে জাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা।

তবে মাঠের অনুশীলনের চেয়ে আলোচনায় বেশি ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এই উইন্ডোতে তিনি লাল-সবুজ জার্সি গায়ে চাপাবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। এ প্রসঙ্গে জাতীয় দলের স্প্যানিশ কোচ ক্যাবরেরা সরাসরি বলেন, ‘এটা ফেডারেশনের বিষয়। আমি শুধু দল প্রস্তুত করছি। ’

অন্যদিকে, সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ মনে করেন, হামজার অনুপস্থিতি দলকে প্রভাবিত করবে। তিনি বলেন, ‘আমাদের অনেক কিছুই শুরু হয় হামজাকে কেন্দ্র করে। তার ব্যস্ত সূচি আছে, তারপরও আসার চেষ্টা করছে। না এলে কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে। ’

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপাল সফরে যাবে। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ওই ভেন্যুতে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি, তবে প্রীতি ম্যাচে কোনো বাধা নেই।

তপু বর্মণ নেপালের পরিবেশ ও ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কা প্রকাশ করলেও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। হাতে পাঁচ দিন থাকলেও সমন্বয়ের জন্য এটা যথেষ্ট। ’

আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। সেই ম্যাচকে সামনে রেখেই নেপালে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে। তপু বলেন, ‘নেপাল আর হংকংয়ের খেলার ধরনে মিল আছে। এই ম্যাচগুলো হংকংয়ের বিপক্ষে আমাদের প্রস্তুতিতে কাজে লাগবে। ’

নারী দল যেখানে নিয়মিত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে, সেখানে পুরুষ দলের প্রতিপক্ষ ভুটান ও নেপালের মতো সমমানের দল। তবু ক্যাবরেরা ও তার শিষ্যদের লক্ষ্য, অক্টোবরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সমন্বয় ও প্রস্তুতিকে আরও শক্ত করা।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।