সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের দুই কিশোর ইয়াসিন ও মোজাম্মেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদের অসাধারণ ফুটবল প্রতিভা নজর কাড়ে দেশবাসীর।
তিনি সরেজমিনে ইয়াসিন ও মোজাম্মেলের ফুটবলশৈলী দেখেন এবং তাদের সঙ্গে খেলায়ও অংশ নেন। সুবিধাবঞ্চিত এই দুই ফুটবলারের স্বপ্নপূরণের লক্ষ্যে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সব দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন আমিনুল হক।
ঢাকা থেকে তিনি ইয়াসিন ও মোজাম্মেলের জন্য ফুটবল, জার্সি, বুটসহ যাবতীয় ক্রীড়া সরঞ্জাম নিয়ে যান। তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে তিনি এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। আমিনুল হক জানান, তাদের পড়াশোনা ও ফুটবলার হিসেবে বিকশিত হওয়ার সম্পূর্ণ দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। এর পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদানেরও ঘোষণা দেন তিনি। দেশসেরা এই সাবেক গোলরক্ষক প্রতিশ্রুতি দেন, প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যেই তাদের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।
এ সময় আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক সংস্কারে খেলাধুলাকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ নানা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে। ’
উল্লেখ্য, বিএনপি এর আগেও বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে। চাঁদপুরের সোহান, নারায়ণগঞ্জের দাবাড়ু সিদরাতুল মুনতাহা, কিশোরগঞ্জের ফুটবলার জিসান, হবিগঞ্জের ফুটবলার জুনেল এবং উত্তরার বেলুন বিক্রেতা রিয়াদের পর এবার মোজাম্মেল ও ইয়াসিনের দায়িত্ব নিল দলটি।
ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে জানিয়ে আমিনুল হক বলেন, ‘আশির দশকে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালুর চিন্তা করছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের মাধ্যমে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের দায়িত্ব গ্রহণ করে তাদের বিকাশে সবধরনের সহায়তা দেওয়া হবে। ’
এ সময় আমিনুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ক্ষুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসিনকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।
এআর/এমএইচএম