ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথমার্ধে ১-১ গোলে সমতা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
প্রথমার্ধে ১-১ গোলে সমতা

ঢাকা: সাও পাওলো স্টেডিয়ামে প্রথমার্ধের নির্ধারিত সময়ে ব্রাজিল ও ক্রোয়েশিয়া ১-১ গোলে সমতায় রয়েছে।

মার্সেলোর ১১মিনিটে আত্মঘাতী গোল ব্রাজিলের সম্ভাব্য শুরুর পথে কিছুটা ভাটা ফেললেও ২৭ মিনিটে হলুদ কার্ড খাওয়ার ঠিক ২ মিনিট পর এক অসাধারণ শটের মাধ্যমে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।



এছাড়া প্রধমার্ধের বেশির ভাগ সময়ই ব্রাজিরের খেলোয়াড়দের পায়ে বল থাকলেও ক্রোয়েশিয়াও পাণল্টা আক্রমন করে চাপ সৃষ্টি করে ব্রাজিলেও ওপর।

ম্যাচের ২৭মিনিটের মাথায় নেইমার এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড খেলেও ঠিক তার ২মিনিট পর ডি-বক্সের অনেকটা বাইরে থেকে এক দুর্দান্ত শটে সমতায় ফেরায় দলকে।

তবে, খেলার শুরু থেকে ক্রোয়েশিয়া কিছুটা রক্ষণাত্মক খেললেও থেমে থেমে আক্রমণ করার চেষ্টা করে ক্রোয়েশিয়া।

২১মিনিটের মাথায় ব্রাজিলের একটা গোলের সম্ভাবনা তৈরি হলেও ওসকারের শর্ট লক্ষ্যভ্রষ্ট হয়।

এর  আগে বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের সাও পাওলোতে শুরু হয় ফুটবল মহাযজ্ঞের প্রথম ম্যাচ।

এ পর্যন্ত ব্রাজিল দল কোনো উদ্বোধনী ম্যাচে হারেনি। এর আগে ব্রাজিল প্রথমার্ধে আত্মঘাতী গোল খেয়েছিলো ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে।


ব্রাজিল দল
জুলিও সিজার (১২), দানি আলভেজ (২), ডেভিড লুইজ (৪), থিয়াগো সিলভা (৩), মার্সেলো (৬), পলিনহো (৮), লুইজ গুস্তাভো (১৭), নেইমার (১০), অস্কার (১১), হাল্ক (৭), ফ্রেড (৯)।

কোচ: লুইজ ফেলিপ স্কলারি (ব্রাজিল)।

ক্রোয়েশিয়া দল
স্টিপ পেলেতিকোসা (১), দারিজো সরনা (১১),  ভেডরান করলুকা (৫), দিজেন লভরেন (৬), সিমে ভরসালকো (২), লুকা মড্রিচ (১০), ইভান রাকিটিক (৭), ওলিক (২২),  মাটেও কোভাচিচ (২০), ইভান প্যারিসিচ (৪), নিকিচা জেলাভিচ (৯)।

কোচ: কোভাক নিকো ( ক্রোয়েশিয়া)।

বাংলাদেশ ০২৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।