ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের ফুটবল ভক্তের কাণ্ড!

শামীম হোসেন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুন ১১, ২০১৪
ব্রাজিলের ফুটবল ভক্তের কাণ্ড!

ঢাকা: একজন ফুটবল ভক্ত তার দেশে এবং প্রিয় দলের জন্য কতটুকু আবেগ দেখাতে পারে? মনের ভেতর দেশপ্রেম আর ভক্তি থাকলে সবই সম্ভব!



হ্যাঁ, ব্রাজিলে সাও পাওলোর নেলসন প্যাভোত্তি নামে এক আইনজীবী তার দেশকে এবং ফুটবলকে ভালবেসে ২০ বছর ধরে ব্রাজিলের পতাকার রংয়ের জামা কাপড় পরেছেন। এমনকি তার অন্তর্বাসও ব্রাজিলের পতাকার রংয়ের!



১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের সময় প্যাভোত্তি শপথ করেছিলেন, যদি তার প্রিয় দল ব্রাজিল বিশ্বকাপ জেতে, তাহলে সারা জীবন দেশের পতাকার রংয়ের কাপড় পরবেন।

সেবার ব্রাজিল চতুর্থ বারের মতো বিশ্বকাপ জয় করে। আর সেই থেকে গত বিশ বছর ধরে প্যাভোত্তি দেশেকে ভালবেসে তার অঙ্গীকার পূরণ করে চলছেন।



তার এ দেশপ্রেমের ছোঁয়া শুধু পোশাকেই লাগেনি, তার ব্যবহৃত দু’টি ভক্সওয়াগন গাড়িতেও হলুদ রংয়ের ছাপ, বাড়ির ভেতর-বাহিরে রয়েছে ব্রাজিলের হলুদ-সবুজ পতাকা রংয়ের নান্দনিক সাঁজ। ভেতরের বিভিন্ন আসবাবপত্র, জুতা এমনকী তার অর্ন্তবাসও ব্রাজিলের পতাকার রংয়ে।



প্যাভোত্তি বলেন, আমি ব্রাজিলিয়ান হিসেবে নিজেকে গর্বিত মনে করি, তাই আমি এদেশের মাটিকে, মানুষকে ভালবাসি। আমি ব্রাজিলের উজ্জল ভবিষ্যত এবং মঙ্গল
কামনা করি।


 
ব্রাজিলিয়ান এ ফুটবল ভক্ত বলেন, বিশ্বকাপ আমাদের বিভিন্ন বার্তা দেওয়ার সুযোগ করে দিয়েছে, এটা দেখানোর জন্য যে আমরা এখানে আছি, সত্যিই ব্রাজিল আছে। বিশ্বকাপ ফুটবল সবাইকে ঐক্যবদ্ধ করেছে।



বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্ট, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।