ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রস্তুত গোললাইন টেকনোলজির ক্যামেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪
প্রস্তুত গোললাইন টেকনোলজির ক্যামেরা

ঢাকা: গোল হয়েছে কি হয় নি? এমন প্রশ্নের সম্মুখীন আর হতে হবে না এবারের বিশ্বকাপে। গোল বিভ্রাট ঠেকাতে এবারের ব্রাজিল বিশ্বকাপে প্রথমবারের মতো গোললাইন টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।



বিশ্বকাপে ১২টি স্টেডিয়ামে অত্যাধুনিক মানের ১৪টি ক্যামেরা বসানো হয়েছে। এগুলো মাঠের চারদিকে বসানো থাকবে। ৭টি ক্যামেরা থাকবে গোলবারের দিকে মুখ করে। প্রতিটি ক্যামেরা ‘ফোর ডি’ মানের ছবি তুলতে সক্ষম।

সেকেন্ডে ৫০০টি করে ছবি তুলতে সক্ষম এই ক্যামেরাগুলো ব্রাজিলে অনুষ্ঠিত বিভিন্ন ম্যাচে ২৪০০ বার ব্যবহার করা হয়েছে। প্রতিবারই সফল হয়েছে এই গোললাইন টেকনোলজির ক্যামেরাগুলো।

এই টেকনোলজি মাঠে থাকা রেফারীদের সাহায্য করবে গোলের সিদ্ধান্ত নিতে। সংশয়ে থাকা গোল নিয়ে তাই আর চিন্তা থাকছে না এবারের বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘন্টা, ১১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।