ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

ফুটবল

জার্মানিকে হারানো অসম্ভব নয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, জুলাই ১০, ২০১৪
জার্মানিকে হারানো অসম্ভব নয়

ঢাকা: অপ্রতিরোধ্য জার্মানিকে হারানো সম্ভব বলে মনে করেন ছিয়াশির বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল বিস্ময় দিয়াগো ম্যারাডোনা।

আগামী ১৩ জুলাই বিশ্বকাপের বিংশ আসরের ফাইনালকে সামনে রেখে নিজের দেশের ফুটবলারদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে এমন অভিমত প্রকাশ করেন তিনি।



ম্যারাডোনা বলেন, জার্মানির বিপক্ষে ম্যাচটি ‘মিশন ইম্পসিবল’ নয়। তাদের হারানো সম্ভব।

জার্মানদের ‘প্রবল আত্মবিশ্বাস’ আর্জেন্টিনার জন্য ‘বাড়তি প্রাপ্তি’ বলেও মন্তব্য করেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে মেসির পারফরম্যান্সের বিষয়ে ম্যারাডোনা বলেন, ওর কাছে আমাদের যে আশা ছিল, ওই ম্যাচে সে তা পূরণ করতে ‍পারেনি। আমার মনে হয় সে কিছুটা ক্লান্তি অনুভব করছে।

আগামী ১৩ জুলাই রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা জয়ে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।