ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুনিগার নিরাপত্তায় কলাম্বিয়ান ফুটবল ফেডারেশন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
জুনিগার নিরাপত্তায় কলাম্বিয়ান ফুটবল ফেডারেশন

ঢাকা: তার আঘাতেই নেইমারকে বিশ্বকাপের মাঝপথ থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে বলছেন, নেইমার জার্মানির বিপক্ষে খেলতে পারলে হয়তো এতোটা করুণ দশা বরণ করতে হতো না ব্রাজিলকে।



ভাবলে সব দোষ গিয়ে পড়ে বেচারা কলাম্বিয়ান ফুটবলার জুয়ান জুনিগার ওপর। এজন্য কম ধকল যায়নি জুনিগার ওপর। সমালোচনার সঙ্গে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে তাকে।

এমন পরিস্থিতিতে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে কলাম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)।

তারা বলছেন, জুনিগার নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ তারা নেবেন।

বুধবার এক বিবৃতিতে ফেডারেশন জানায়,  ২৮ বছর বয়সী জুনিগা ও তার পরিবারের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবই করবে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।