ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালে হেরে ছাগল হওয়ার পরিকল্পনা নেই

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
ফাইনালে হেরে ছাগল হওয়ার পরিকল্পনা নেই

ঢাকা: মাঠের দামামা এখনও বেজে ওঠেনি। এর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই।

এবার তাতে যোগ দিলেন জার্মানির থমাস মুলার। শিরোপা জয়ের লড়াইয়ে রোববার মাঠে নামছে আর্জেন্টিনা-জার্মানি।

এর আগে জার্মান তারকা মুলার বললেন, মেসি দলে থাকা অবস্থায় আর্জেন্টিনার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচে আমি হারি নি। ফাইনাল হেরে ছাগল হওয়ারও কোনো পরিকল্পনা নেই।  

দক্ষিণ আফ্রিকার মতো ব্রাজিল বিশ্বকাপও দারুণ কাটছে মুলারের। সেবার চার গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ গোল নিয়ে এগিয়ে রয়েছেন এবারও।

জার্মানির ২৪ বছরের শিরোপা খরা ঘোঁচাতে তার দল ও তিনি যে কোনো কিছু করতে পারেন বলে জানালেন এ বায়ার্ন মিউনিখ তারকা।

তিনি বলেন, বিশ্বকাপ জিততে আমরা সবকিছু দিয়ে লড়বো।

স্বাভাবিকভাবেই সেমিফাইনালে ব্রাজিলকে অকল্পনীয় ৭-১ গোলে হারানোর পর তরতাজা হয়ে মাঠে নামবে জোয়াকিম লো’র শিষ্যরা। সে ম্যাচে মুলার করেছিলেন প্রথম গোলটি। জার্মানরা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার দিকে তো তাকিয়ে থাকবেই।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।