ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা তিনবার অতিরিক্ত সময়ে বিশ্বকাপ ফাইনাল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
টানা তিনবার অতিরিক্ত সময়ে বিশ্বকাপ ফাইনাল

ঢাকা: টানা তৃতীয়বারের মতো অতিরিক্ত সময়ে গড়ালো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুরু হওয়া আর্জেন্টিনা-জার্মানি দ্বৈরথ নির্ধারিত ৯০ মিনিট শেষেও কোনো মীমাংসাসূচক গোলের দেখা না পাওয়ায় খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়।



এর আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ফ্রান্স ও ইতালির মধ্যকার ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। তবে সেবার অতিরিক্ত সময়েও কোনো মীমাংসা না হওয়ায় টাইব্রেকারে ৫-৩ গোলে জয় তুলে নেয় ইতালি।

আর গত ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনালও নির্ধারিত সময়ে মীমাংসাসূচক গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়। আর অতিরিক্ত সময়েই আন্দ্রেস ইনিয়েস্তার গোলে জয় তুলে নেয় স্পেন।

এখন আর্জেন্টিনা বনাম জার্মানির মধ্যকার ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ানোর পর কী ফলাফল আসে তা-ই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।