ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মেসির দলকে ধন্যবাদ ম্যারাডোনার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৭, জুলাই ১৪, ২০১৪
মেসির দলকে ধন্যবাদ ম্যারাডোনার

ঢাকা: ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও লিওনেল মেসির নেতৃত্বাধীন টিম আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

রোববার রাতে জার্মানদের কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন নস্যাৎ হয়ে যাওয়ার পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ম্যারাডোনা তার উত্তরসূরীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আর্জেন্টিনা দল ফের তাদের জাত চিনিয়েছে।

তারা তাদের হৃদয় দিয়ে খেলেছে। আর্জেন্টাইন জনগণের মনে আবারও বিশ্বাস ফিরিয়ে আনায় তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ’

ফাইনালের আগে উত্তরসূরীদের অনুপ্রেরণা যোগাতে অনেক কথা বলেছিলেন ম্যারাডোনা। এমনকি লিওনেল মেসি বিশ্বকাপ জিতে দেশ ফিরতে পারলে তাকে লাল গালিচায় বরণ করে নেবেন বলেও জানিয়েছিলেন।

তবে দুঃস্বপ্নের রাত সেসব প্রত্যাশা ভঙ্গ করে। এতে অবশ্য অখুশি নন ম্যারাডোনা। সেজন্যই কিনা খেলার পরপরই ফেসবুক পেজে উত্তরসূরীদের পিঠ চাপড়ানো স্ট্যাটাস দিলেন এ আর্জেন্টাইন কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।