ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির থেকেও সেরা গোতজে: লো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
মেসির থেকেও সেরা গোতজে: লো

ঢাকা: জার্মানির কোচ জোয়াকিম লো ফাইনালের গোল করা মারিও গোতজেকে বলেছেন ‘বিস্ময় বালক’। শুধু এটি বলেই তিনি গোতজের প্রাপ্তিটাকে থামিয়ে রাখেন নি।

লো তাকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির থেকেও চমৎকার খেলোয়াড় বলেছেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন গোতজে। গোল শূন্য ম্যাচের পর অতিরিক্ত সময়ের ১১৩ মিনিটে জয়সূচক গোলটি করেন মাত্র ২২ বছর বয়সী গোতজে। তার গোলেই জার্মানি চতুর্থবারের মতো বিশ্বশিরোপা জিতে নেয়।

চ্যাম্পিয়ন দলের কোচ লো তাই গোতজেকে তার প্রাপ্য সম্মান দিতে ভুল করেন নি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি গোতজেকে বলেছি, বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, সে মেসির থেকেও সেরা। সে বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত এনে দিয়েছে। আমি তার জন্য গর্ব অনুভব করছি। ’

জার্মানির হয়ে ৩৫ ম্যাচে ১১ গোল করা গোতজের সম্পর্কে লো আরো বলেন, ‘গোতজে এক বিস্ময় বালক। যে কোনো পজিশনে সে খেলতে পারে। আমি সব সময় বুঝতে পারতাম গোতজে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে আর আজ (ফাইনাল ম্যাচে) সে তার প্রমান রেখেছে। ’

চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে লো জানান, ‘আমাদের দলের স্পিরিট অবিশ্বাস্য ছিল। খেলোয়াড়রা তাদের সব কিছু উজার করে দিয়ে খেলেছে। আমি দলের জন্য গর্বিত। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।