ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পর্তুগিজ উদীয়মান মিডফিল্ডার দলে টানছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
পর্তুগিজ উদীয়মান মিডফিল্ডার দলে টানছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: ভ্যালেন্সিয়া থেকে আন্দ্রে গোমেজকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে বার্সেলোনা। অন্যান্য ইউরোপিয়ান জায়ান্টদের আগ্রহ কমে যাওয়ায় চলতি ট্রান্সফার উইন্ডোতেই ন্যু ক্যাম্পে যোগ দিতে পারেন ২২ বছর বয়সী এ পর্তুগিজ মিডফিল্ডার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। বলা হচ্ছে, আগামী মৌসুমে গোমেজ স্পেনেই থাকছেন। উদীয়মান এ মিডফিল্ডারের নতুন ঠিকানা হতে পারে বার্সা। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

গোমেজকে দলে টানতে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বিশ্বমানের ক্লাবগুলো আগ্রহ দেখিয়েছে। তবে তরুণ এ তারকার ইংলিশ লিগে হয়তো যাওয়া হচ্ছে না। লা লিগাতেই ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেন ‘স্বপ্নের’ বার্সার হয়ে।

এদিকে, গোমেজকে পাওয়ার পরিকল্পনার থেকে নাকি সরে এসেছে রেড ডেভিসরা। তবে ব্লুজরা কাতালানদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর গোমেজের সম্ভাব্য বিকল্প হিসেবে ম্যানইউর স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতাকে সই করানোর প্রস্তুতি নিচ্ছে ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।