সেনেগালের ফুটবলে এক মর্মান্তিক দুঃসংবাদ এসেছে। দেশটির তরুণ গোলকিপার শেখ তৌরে ঘানায় নিহত হয়েছেন।
গতকাল রোববার সকালে সেনেগালের আফ্রিকান ইন্টিগ্রেশন ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। ‘এসপ্রিট ফুট ইউম্বেউল’ একাডেমিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলারকে ঘানায় মৃত অবস্থায় পাওয়া যায়।
আক্রাতে অবস্থিত সেনেগালের দূতাবাস কর্তৃক প্রেরিত তথ্য অনুযায়ী, শেখ তৌরে একটি প্রতারক ও চাঁদাবাজ চক্রের শিকার হয়েছিলেন।
রিপোর্ট থেকে জানা যায়, একদল দুর্বৃত্ত শেখ তৌরের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে একটি পেশাদার ক্লাবে ট্রায়ালের সুযোগ করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রলুব্ধ করে। এই ভুয়া সুযোগটিই শেষ পর্যন্ত অপহরণে রূপ নেয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
পরিবারের পক্ষে সেই মুক্তিপণের অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। অপহরণকারীদের দাবি পূরণ না হওয়ায় তারা এই অকল্পনীয় হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনায় সেনেগালের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচএম
Le Ministère de l’Intégration africaine, des Affaires étrangères et des Sénégalais de l’Extérieur a annoncé le décès de Cheikh Touré, jeune footballeur sénégalais, au Ghana. Une enquête est en cours pour faire la lumière sur les circonstances de sa mort.https://t.co/e2GICYZ9DQ pic.twitter.com/i5DxcfuLEx
— RTS SENEGAL (@RTS1_Senegal) October 18, 2025