ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইপিএল সেরা একাদশে ম্যানইউ’র আধিপত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, আগস্ট ২২, ২০১৬
ইপিএল সেরা একাদশে ম্যানইউ’র আধিপত্য ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নতুন মৌসুমের প্রথম সপ্তাহ শেষ হয়েছে। যেখানে প্রতিটি দলই দুটি করে ম্যাচে মাঠে নামে।

গত মৌসুমে বাজে পারর্ফম করা ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে আনন্দে ভাসছে। আপাতত নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির পেছনে থেকে জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে।

প্রথম সপ্তাহ পরে ইপিএল দলগুলোর ফুটবলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে একাদশ। যেখানে আধিপত্য ম্যানইউ’র ফুটবলারদের। প্রথম সপ্তাহের এই সেরা একাদশে রয়েছেন এ মৌসুমে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি’তে রেড ডেভিলসে যোগ দেওয়া পল পগবা ও অভিজ্ঞ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

যদিও আক্রমণ ভাগে ইব্রার সঙ্গে রাখা হয়েছে সিটির সার্জিও আগুয়েরোকে। মিডফিল্ডে চেলসির এডেন হ্যাজার্ড ও পগবার সঙ্গে রয়েছেন লিভারপুলের স্টেভেন দেফোর ও সান্ডারল্যান্ডের ক্রিস্টিয়ান স্তুয়ানি।

রক্ষণভাগে ম্যানইউ’র আছেন দু’জন- লুক শ ও অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। রয়েছেন এভারটনের ম্যাসন হোলগেট ও আর্সেনালের লরেন্ট কোশচেলিনি। আর গোলরক্ষকের ভূমিকায় রয়েছেন আর্সেনালের পিতর চেক।

ইপিএল একাদশ: পিতর চেক, আগুয়েরো, ইব্রাহিমোভিচ, হ্যাজার্ড, দেফোর, পগবা, স্তুয়ানি, লুক শ, ভ্যালেন্সিয়া, হোলগেট, কোশচেলিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।