ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমারের হাতে রিও অলিম্পিক ট্যাটু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, আগস্ট ২২, ২০১৬
নেইমারের হাতে রিও অলিম্পিক ট্যাটু ছবি: সংগৃহীত

ঢাকা: শরীরে ট্যাটু আঁকানোয় নেইমারের জুড়ি নেই। এবার তাতে যোগ হলো বিশেষ সংযোজন! ব্রাজিলকে প্রথমবারের মতো অধরা অলিম্পিক গোল্ড মেডেল এনে দেওয়ার নায়কের হাতেই তো মানায় ২০১৬ রিও অলিম্পিকের ট্যাটু।

হ্যাঁ, অবিস্মরণীয় এ অর্জনের পর বাঁ হাতে এবারের অলিম্পিক লোগো আঁকিয়েছেন নেইমার।  ঘরের মাটিতে অনুষ্ঠিত গেমসের কথা যে কখনোই ভুলবেন না তা এরই মধ্যে জানিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

গোল্ড মেডেল ম্যাচে নেইমারের দুর্দান্ত ফ্রি-কিকে লিড নেয় সেলেকাওরা। নির্ধারিত সময়ের আগে সমতায় ফেরে জার্মানি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বাগতিকদের ভাগ্য নির্ধারিত হয়। জয়সূচক শট নিয়েই গোটা ব্রাজিলকে উল্লাসে মাতান নেইমার। ২০০৭ কোপা আমেরিকার পর পেলের উত্তরসূরিদের এটাই বড় সাফল্য।

অলিম্পিক জয় শেষে ক্লাব ফুটবলে ফিরছেন নেইমার। খুবই শিগগিরই বার্সেলোনা সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। ইতোমধ্যেই লা লিগার শিরোপা ধরে মিশন দুর্দান্তভাবেই শুরু করেছে লুইস এনরিকের শিষ্যরা। লিওনেল মেসির জোড়া গোল আর লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে রিয়াল বেটিসের বিপক্ষে (২০ আগস্ট) ৬-২ ব্যবধানের উড়ন্ত জয় পায় বার্সা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।