ঢাকা: লা লিগায় পরবর্তী তিনটি ম্যাচ জিতলেই নতুন ইতিহাস সৃষ্টি করবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-০ গোলের জয়ে গ্যালাকটিকোদের নতুন মৌসুমের শুরুটা হয় দুর্দান্ত।
২০১৫-১৬ মৌসুমসহ টানা ১৩টি লিগ ম্যাচে জয় পায় রিয়াল। লস ব্লাঙ্কসদের সামনে তাদেরই করা ৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙার হাতছানি! ১৯৬০-৬১ মৌসুমে সর্বোচ্চ ১৫টি ম্যাচে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।
পরবর্তী তিন ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ যথাক্রমে সেল্টা ভিগো, ওসাসুনা ও এসপানিওল। তিন ম্যাচেই পরিষ্কার ফেভারিট রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা। সবকটিতে প্রত্যাশিত জয় পেলেই রেকর্ড বুকে নতুন কীর্তির স্বাক্ষর রাখবে স্প্যানিশ জায়ান্টারা।
এদিকে, সব মিলিয়ে লা লিগায় টানা জয়ের রেকর্ড (১৬, ২০১০-১১) বার্সেলোনার দখলে। চিরপ্রতিদ্বন্দ্বিদের অর্জনটা নিজেদের করে নেওয়ার দারুণ সুযোগই পাচ্ছে রিয়াল। সেক্ষেত্রে জিততে হবে পরবর্তী চারটি ম্যাচ। যার তিনটিই হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এসপানিওলের বিপক্ষেই শুধু অ্যাওয়ে ম্যাচ।
বাংলাদেশ সময় অনুযায়ী রিয়ালের পারবর্তী চারটি লিগ ম্যাচের সময়সূচি তুলে ধরা হলো:
২৭ আগস্ট (শনিবার): রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো দিবাগত রাত সোয়া ১২টায় শুরু।
১০ সেপ্টেম্বর (শনিবার): রিয়াল মাদ্রিদ-ওসাসুনা রাত ৮টা।
১৮ সেপ্টেম্বর (রোববার): এসপানিওল-রিয়াল মাদ্রিদ দিবাগত রাত পৌনে ১টা।
২১ সেপ্টেম্বর (বুধবার): রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল রাত ৯টা।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআরএম